
নীলফামারীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। গত বুধবার নীলফামারী সদর, সৈয়দপুর ও ডোমার উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের সুখীপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় রেহেনা বেগম (৬০) নামে একজন পথচারী নিহত হন। রেহেনা স্বামীর সঙ্গে সুখীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে। গতকাল বৃহস্পতিবার সকালে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে নীলফামারী সদরের টেংগনমারী ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় দেলোয়ার হোসেন (৬৫) নামে আরেক পথচারী নিহত হন বলে জানান সদর থানার ওসি এম আর সাঈদ। দেলোয়ার জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে। এদিকে গত বুধবার বিকেল ৩টার দিকে ডোমার উপজেলার পাঙ্গা চৌপথি ময়নুলের মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় রোজিনা বেগম (৪০) নামে এক নারী ঘটনাস্থলে মারা যান। রোজিনা দিনাজপুরের বিরামপুর উপজেলার কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়া এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।