
মাগুরা প্রতিনিধি
মাগুরায় আট বছরের শিশুর ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা জেলা আইনজীবী সমিতি। মানববন্ধন থেকে আইনজীবীরা ধর্ষণ মামলার আসামিপক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা জজ আদালতের সামনে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট রকুনুজ্জামান ও নারী শিশু নির্যাতন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল। বক্তারা নির্মম এই শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা বলেন, তারা ধর্ষকদের পক্ষে কোন আইনি সহযোগিতা প্রদান করবেন না। বরং আসামিদের বিপক্ষে সব ধরনের আইনি সহায়তা প্রদান করবেন। গত বুধবার রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক শিশু। ধর্ষক তাকে হত্যারও চেষ্টা চালায়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। পুলিশ ধর্ষণ মামলায় চারজনকে আটক করেছে। এদিকে, নিরাপত্তাজনিত কারণে গত রোববার দিবাগত গভীর রাতে আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়েছে। এসময় আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে সাতদিন এবং অন্য তিন আসামি হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই রাতে আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আইনি সহায়তা দেননি।