
ঐতিহাসিক বদর দিবসে রাজধানীর ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব মিডিয়া কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিভেদহীন জাতীয় ঐক্য চাই শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় দলের আমীর, আমীরে শরীয়ত মাওলানা আবুজর কাসেমী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতির ভাষণে বলেছেন, পতিত নিষ্ঠুর দুর্নীতি ও জুলুম বাজ ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে স্থায়ীভাবে প্রতিহত করতে মহান জুলাই আগস্টের সংঘঠিত বিপ্লবে অংশগ্রহণকারী সকল পক্ষকে বিভেদমূলক আচরণ হতে দুরে থেকে ঐক্যবধ্য থাকতে হবে। নচেৎ ফ্যাসিবাদীরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ইতোমধ্যে তাদের মাঠ গড়র করতে অগ্রিম কর্মসূচিতে বিভিন্ন ঘটনায় তাদের প্রক্সি নিয়োগ দিয়ে যাচ্ছে। সম্প্রতি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের উপর নগ্ন হামলার ঘটনায়-ই তার প্রকৃষ্ট প্রমাণ। তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা আবার ফিরে এলে আরো জঘন্যভাবে ভোটারধিকারহরণ হবে, সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লুট করে সকল টাকা বিদেশে পাচার হবে, সারা দেশ আয়না ঘরে ভরে যাবে। দুর্নীতি, চাঁদাবাজির, টেন্ডারবাজি ও গুম খুন সাধারণ বিষয়ে পরিণত হবে। তাদের কুখ্যাত মদ্যপান নীতিমালাকে বাস্তবায়নের মাধ্যমে গোটাদেশ মাদকে সয়লাব হয়ে যাবে। সেই সাথে বাংলাদেশ হবে অন্যদেশের অংগরাজ্য।
তিনি আরো বলেন, সংবিধান সংস্কারে কমিশনের প্রতি জোর আহ্বান জানিয়ে বলেন ফ্যাসিস্টরা শুধুু দেশবাসীকে অত্যাচার করে নাই এমন কী তারা কুখ্যাত নমরুদ ফেরাউনের অনুকরণে আল্লাহ পাকের সাথে ও বেয়াদবিমূলক কুফরি করতে সংবিধানের পঞ্চাদশ সংশোধনী নামে সংবিধানে ছত্রিশ বছর বহাল থাকা অমিও বাণী সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসী হইবে যাবতীয় কার্যের ভীত্বি কথাকে একঘষাতে মুছে দিয়ে ধর্মনিরপেক্ষতার নামে দেশে সাম্রাজ্যের কায়েম করেছিলো। দলের মহাসচিব মুফতি মুহাম্মদ ফখরুল ইসলাম এর সঞ্চচালনায় উক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমীর মুখপাত্র আলহাজ্ব মো. আজম খান, নায়েবে আমীর শাইখুল হাদীস মাওলানা আবুল কাশেম কাশেমী, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ আবদুল কাদের কাসেমী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ, সম্মলীত ইসলামী ঐক্যজোটের মহাসচিব এডভোকেট খায়রুল আহসান খান, বাংলাদেশ মানবতাবাদী দলের চেয়ারম্যান ক্যাপ্টেন ইব্রাহিম খলিল, ময়মনসিংহ জেলা আমীর মাওলানা মুহাম্মদুল্লাহ ফারুকী, ময়মনসিংহ মহানগর আমীর শাইখুল হাদীস মাওলানা নুরুজ্জামান দলের মহাসচিব মুফতি মুহাম্মদ ফখরুল ইসলাম।