অপেক্ষার অবসান ঘটিয়ে আজ পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। রাওয়ালপিন্ডিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড এবং দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান এবং লাহোর এই চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৩৪ ম্যাচের টুর্নামেন্টটি। প্লে-অফের একটি ম্যাচ রাওয়ালপিন্ডি (১৩ মে) এবং বাকি দুটি (১৪ ও ১৬ মে) ও ফাইনাল (১৮ মে) অনুষ্ঠিত হবে লাহোরে। সবচেয়ে বেশি, ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে সংস্কারকৃত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। রাওয়ালপিন্ডিতে ১১টি, করাচি এবং মুলতানে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ দলের অংশগ্রহণে এবারই শেষ পিএসএল হবে। পরের বছর থেকে দুটি দল নতুন করে টুর্নামেন্টে যোগ দেবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বিদ্যমান ফ্র্যাঞ্চাইজির মধ্যকার নতুন চুক্তির আওতায় এ সিদ্ধান্ত হয়েছে। যদিও নতুন দুটি দলের নাম এখনো ঘোষণা করা হয়নি।