নেত্রকোনা সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছে বিএসএফ

আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:১২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:১২:২২ অপরাহ্ন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ বিভিন্ন বয়সের ৩২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ২২ নারী ও একজন শিশু রয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে তাদের ভারত থেকে পুশ ইন করা হয়। আটক ব্যক্তিদের বর্তমানে বিজয়পুর বিওপির গোলঘরের পাশে রাখা হয়েছে এবং স্থানীয় দুর্গাপুর থানায় দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ৩১ বিজিবির (নেত্রকোনা) অধীন বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৪৮ ও ১১৪৯-এর মধ্যবর্তী জংখল এলাকা দিয়ে ২০০ বিএসএফ ব্যাটালিয়নের বাগমারা ক্যাম্পের সদস্যরা ওই ৩২ জনকে পুশ ইন করে। নেত্রকোনা বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ৩২ জনের পরিচয় শনাক্ত করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net