বৃষ্টিতে সুইমিংপুলে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে তাহসান-রোজা

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৮:১৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৮:১৩:০৭ অপরাহ্ন
সংগীতশিল্পী তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবন যেন এখন ভালোবাসার এক স্বর্গরাজ্য! বছরের শুরুতে হঠাৎ করেই চার হাত এক করে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান। তাদের এই ভালোবাসা এখন কতটা মধুর, তা কারো বুঝতে বাকি নেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন রোজা আহমেদ। ছবিগুলোতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি- আর এমন সময় সুইমিং পুলে তাদের আদুরে এক মুহূর্ত! তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে। তাদের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কিছু ছবি ভাগ করে নেন রোজা। তাদের রিসোর্টের এক কামরার বিছানাটিও ভালোবাসার আবহে-সাজে সজ্জিত। এছাড়াও বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা। বলা বাহুল্য, সবকিছুতেই তাদের মধ্যে পাওয়া গেল এক স্নিগ্ধ ভালোবাসার ছোঁয়া। ছবির ক্যাপশনে রোজা লেখেন , ‘প্রকৃত বিলাসিতা হলো সেই সময়ের সাথে কাটানো, যেখানে নীরবতা বোঝাপড়ায় ভরা, ভোর ওঠার মতো কানে ফিসফিসানি, প্রতিশ্রুতি এবং ভালোবাসা; যা পুরোপুরি আমাদের।’ বলা বাহুল্য, তাহসানের অতীতের সকল বাজে সময় দূরে সরিয়ে দিয়েছে তার দ্বিতীয় বিয়ে; অর্থাৎ স্ত্রী রোজা আহমেদ এর আলোতে ভরে উঠেছে তাহসানের জীবন; তার রন্ধে রন্ধে বয়ে যাচ্ছে সুখের হাওয়া- এখন এমনই মত ভক্তদের। তাদের একটাই কথা, রোজাই যেন তাহসানের জীবনের সেই ‘চাঁদের আলো’। একজন মন্তব্য করেছেন, ‘জীবনটা উপভোগ করে গেলেন আপনারা!’ আরেকজন লিখেছেন, ‘নজর না লাগুক এই জুটির।’ বিয়ের পর থেকে প্রায়ই দেশের বাইরে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে। কখনো আমেরিকা, কখনো মালদ্বীপ বা ইউরোপের কোনো শহরে। দেশের কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন দুজনে মিলে, এমনই এক মধুর মুহূর্তের খোঁজে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net