ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই : এক আসামি কারাগারে

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০১:১৪:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০১:১৪:৪৬ পূর্বাহ্ন
রাজধানীর মতিঝিলে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রবিউল ইসলাম জুয়েলকে (৪২) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সামবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। গতকাল  আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক কাজী শাহনেওয়াজ। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য আজঁ মঙ্গলবার দিন ধার্য করেন। গ্রেফতার অন্য ব্যক্তিরা হলো– মো. শামিম রহমান (২৯), মো. মিজান রহমান (৫১)। আসামিদের কাছ থেকে ছিনতাইয়কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ নগদ ৮৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।গত ২৭ থেকে ২৯ জুন ঢাকা ও ঝালকাঠিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মতিঝিল থানা-পুলিশ।
জানা গেছে, গত ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুর থেকে স্কুটিতে নগদ ৩০ লাখ টাকা নিয়ে মতিঝিল সিটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মো. খলিল মিয়া (২৬) ও ইব্রাহীম হোসেন রিফাত (২৪)। বেলা পৌনে ১টার দিকে তারা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ছয়-সাত জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডিবি লেখা একটি মাইক্রোবাসে তাদের জোর করে তুলে নেয়। পরে খলিল ও রিফাতকে মারধর ও অস্ত্রেরমুখে টাকা ছিনিয়ে নেওয়া হয়। হাত-পা বেঁধে তাদের সাইনবোর্ড এলাকার একটি ময়লার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুল ইসলাম মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তকারী পুলিশের অভিযানে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার শামিমের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাস, মিজানের কাছ থেকে ৮০ হাজার টাকা এবং জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা জব্দ করা হয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net