অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখের বেশি করদাতা- এনবিআর

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৭:৩৭:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৭:৩৭:০৮ অপরাহ্ন
২০২৪-২৫ অর্থবছরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা। গত বছরের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, করসেবা ডিজিটালাইজেশনের আওতায় আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ ও করদাতাবান্ধব করায় করদাতারা স্বতঃস্ফূর্তভাবে অনলাইনে রিটার্ন দাখিলে অংশ নিচ্ছেন। অনলাইনে রিটার্ন দাখিলের জন্য এ সময়ের মধ্যে নিবন্ধন করেছেন আরও ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন করদাতা। বিজ্ঞপ্তিতে বলা হয়, সব প্রকার আয়কর সেবা করদাতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে এনবিআর প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইনভিত্তিক রিটার্ন দাখিল ব্যবস্থা কর ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করছে। এনবিআর আরও জানায়, করদাতারা বছরজুড়েই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন এবং সঙ্গে সঙ্গে পাচ্ছেন অনলাইন আয়কর সনদ। পাশাপাশি, যদি রিটার্নে কোনও ভুল বা ত্রুটি পরিলক্ষিত হয়, তবে নতুন আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারায় মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এটি করদাতারা ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে পারছেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী সম্মানিত করদাতাদের ধন্যবাদ জানিয়েছে এনবিআর। একইসঙ্গে ভবিষ্যতেও রিটার্ন দাখিল ও সনদপ্রাপ্তির জন্য করদাতাদের বছরব্যাপী অনলাইন সেবা গ্রহণে উৎসাহিত করেছে প্রতিষ্ঠানটি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net