নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে ৩ জন নিহত

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৭:৩৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৭:৩৯:২৮ অপরাহ্ন
যশোর থেকে শেখ দিনু আহমেদ
যশোর শহরের ব্যস্ততম এলাকা সার্কিট হাউজ পাড়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ধ্বসে পড়ে মর্মান্তিক এক দুর্ঘটনায় দুইজন প্রকৌশলীসহ এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার  সকাল সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ  যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি  মডেল  থানার ওসি আবুল হাসনাত খান। নিহত তিনজন হলেন, প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), বাড়ি কুষ্টিয়ায়; প্রকৌশলী আজিজুল ইসলাম, বাড়ি দিনাজপুরে এবং শ্রমিক নুরু (৪৫), বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। প্রত্যেকেই ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামক একটি ডেভলপার কোম্পানির অধীনে সার্কিট হাউস রোডে নির্মিতব্য একটি দশতলা ভবনের কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভবনটির ছয়তলা অংশের একটি কার্নিশ হঠাৎ ভেঙে পড়লে তিনজন নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। ভবনটির নির্মাণ কাজে আরও শ্রমিকও নিযুক্ত ছিলেন। তবে তাদের মধ্যে কেউ আহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনটির গঠনশৈলী ও নির্মাণের মান ছিল চরম ঝুঁকিপূর্ণ। ভবনটির সামনের সড়ক দিয়ে সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতো।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং পুরো ঘটনার তদন্ত করছেন। তিনি বলেন, ঘটনার বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। এ ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net