সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:৪০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:৪০:২৮ অপরাহ্ন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা, ডাকাতিয়া মেন্দা ও মীর কুটিয়া  গ্রামের মানুষ গত তিন দিন ধরে নদী ভাঙনের ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতোমধ্যেই ভাঙনের কবলে পড়াব বদিউজ্জামান বদি, শওকত, শফিকুল, রেজাউল করিম, মজিদ, সাগর মিয়াসহ ছয়টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও তারা মানবেতর জীবন যাপন করছেন।  বাকি অনেক পরিবারও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন।
এমন দুঃসময়ে তিন গ্রামের হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পিংনা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল বুধবার বিকেলে নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করে পিংনা ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এক সমাবেশে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
সমাবেশে পিংনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল ইসলাম নাজু এর সভাপতিত্বে  পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা মজনু মিয়া পরিচালনা করেন। এ সময় বক্তব্য রাখেন,  পিংনা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হারুন অর রশীদ তালুকদার, বাউল বদিউজ্জামান বদি, যুবদল নেতা- মন্ডল মিয়া, রবিন তালুকদার, মকবুল হোসেন, রাজু আহম্মেদ, মোহাম্মদ আলী প্রমুখ। এতে দলয়ি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ স্থনীয় জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য সরকারি সহায়তার পাশাপাশি আমরা সর্বাত্মক সহযোগিতা করব।
তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান নেতারা। তারা বলেন, জনগণের দুঃসময়ে যারা পাশে থাকে, তাদেরকেই আগামী নির্বাচনে নির্বাচিত করা উচিত।
নদী ভাঙনের কারণে এলাকাজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সরকারি সহায়তা এবং টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net