চলতি বছর আগস্টে বাংলাদেশ সফর করার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সূচিও প্রকাশিত হয়েছিল। সেই সফর হবে এক বছর পরে, অর্থাৎ ২০২৬ সালের সেপ্টেম্বরে। নানা গুঞ্জনের পর অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো। গতকাল শনিবার বিকেলে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বিসিবি জানায়, দুই বোর্ডের মধ্যে আলোচনার পর, আন্তর্জাতিক ক্রিকেটের সূচি এবং উভয় দলের সময়সূচির সুবিধা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১৫ এপ্রিল এই সিরিজের সফরসূচি প্রকাশ করে বিসিবি। ১৭ আগস্ট থেকে ঢাকা ও চট্টগ্রামে সিরিজটি হওয়ার কথা ছিল।