এ কে আজাদের বাড়িতে হামলা: ১৬ বিএনপি নেতার নামে মামলা

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৩:১৭:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৩:১৭:৪০ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) শিল্পপতি এ কে আজাদের ফরিদপুর শহরের বাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় হামীম গ্রুপের ল্যান্ড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় এ এজাহারটি জমা দেন। গতকাল শনিবার সকালে মামলাটি রুজু হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এজাহারে বলা হয়, ঘটনার সময়ে একদল উগ্র সন্ত্রাসী হঠাৎ বাড়ির সিকিউরিটি গার্ড মেহেদী হাসানকে হুমকি দিয়ে এ কে আজাদের বাসায় প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। তারা বাড়ির ভেতর ঢুকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করে। এজাহারে ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজকে এক নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন– জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন শিথিল (৩৮), কোতয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী মিনান (৫৬), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪), মহানগর ছাত্রদল সহ-সভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০)।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net