চুয়াডাঙ্গায় ট্যাংকলরি ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৩:২৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৩:২৪:৫৩ অপরাহ্ন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি (তেলবাহী ট্যাংকার) ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্প ও বনবিভাগ অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই নিহত হন দুই জন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। অন্যজন হলেন সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী গ্রামের আসকার আলীর মেয়ে মাছুরা খাতুন (৫৯)। অপরদিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মারা যান ইজিবাইকের চালক আরিফুল ইসলাম (৩৫)। নিহত ইজিবাইক চালক আরিফুল ইসলাম দামুড়হুদার জয়রামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন- ইজিবাইকের যাত্রী সরোজগঞ্জ সিপি ফ্যাক্টরিতে কর্মরত দেলোয়ার হোসেন সাইম (২৮), দামুড়হুদার দুধপাতিলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে আল আমিন (২২), চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ফাহাদ আহমেদ (২২), তার স্ত্রী রিয়া খাতুন (২০) ও তাদের শিশু সন্তান ইয়াসিন (১)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে একটি তেলবাহী ট্যাংকার ঝিনাইদহের দিকে যাচ্ছিল। বন বিভাগের সামনে পৌঁছালে রাস্তায় ভেঙে পড়া একটি গাছের ডাল থেকে বাঁক নিতে গেলে চুয়াডাঙ্গামুখি একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন ইজিবাইকের চালক, নারী ও শিশুসহ আরও পাঁচ জন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইজিবাইকের এক যাত্রী সরোজগঞ্জ সিপি ফ্যাক্টরিতে কর্মরত দেলোয়ার হোসেন সাইম বলেন, আমি ও চালকসহ ইজিবাইকে মোট সাত যাত্রী ছিলাম। সবাই চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি জ্বালানি তেলবাহী ব্যারেল ট্যাংকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আমি ইজিবাইকের ভেতরে সিটে বসে ছিলেন, কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়। হাসপাতালের জরুরি বিভাগের রাত্রীকালীন দায়িত্বরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত একই দুর্ঘটনায় জখম পাঁচ জনকে জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা শঙ্কাজনক ছিল। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। তবে রাজশাহী নেওয়ার আগেই পুরুষ সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আরিফুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়। এ ছাড়াও দুর্ঘটনায় দুই জনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি, ঘটনাস্থলে দুই জন ও চিকিৎসাধীন একজনসহ তিন জনের মৃত্যু হয়েছে। দুই জনের পরিচয় পাওয়া গেলেও অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। ট্যাংকার ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে ট্যাংকারের চালককে পাওয়া যায়নি। তাকে খুঁজতে অনুসন্ধান চলছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net