ঝিকরগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষকের খুটির জোর কোথায় ?

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৭:৪৬ অপরাহ্ন
যশোর থেকে শেখ দিনু আহমেদ যশোরের ঝিকরগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাব রক্ষক ফ্যাসিস্ট রেজাউল করিম তার নিজ অফিসটিকে ঘুষ-দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তার দাবি অনুযায়ী প্রতিটি ঠিকাদারি কাজের বিল ছাড়াতে টাকা না দিলে তিনি ব্যাপক হয়রানি করেন ঠিকাদারদের। হিসাব রক্ষক রেজাউল করিম ঠিকাদারদের কাছ থেকে প্রতিটি বিলের জন্য এমবি বই বাবদ ১ হাজার, উপজেলা প্রকৌশলীর নামে ২০ হাজার, এসও’র নামে ১০ হাজার, হিসাব রক্ষক রেজাউল করিম তার নিজের নামে ৫ হাজার, এজি অফিসের নামে ৫ হাজার, কম্পিউটার ম্যানের জন্য ২ হাজার ও অফিস পিওন এর নামে ১ হাজার টাকা দাবি করেন।যেসব ঠিকাদাররা তার দাবিকৃত ঘুষ দিতে ব্যর্থ হন তাদেরকে তিনি ব্যাপক হয়রানি করেন। অথচ বর্তমান ইউএনও’র আমলে প্রত্যেক ঠিকাদার ওই উপজেলায় কাজ করে লাভের স্থলে লোকসান দিচ্ছেন। এদিকে দীর্ঘদিন ধরে হিসাব রক্ষক রেজাউল করিম এভাবে ঠিকাদারদের জিম্মি করে ওপেন ভাবে ঘুষ আদায় করছেন।তিনি ওই অফিসে যতোদিন আছেন ততোদিন ধরেই এভাবে অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার এ অভিযোগ করেছেন। সর্বশেষ তিনি যশোরের একজন সাংবাদিক নেতা যিনি ঠিকাদারি কাজের বিল আনতে গেলে তাঁর কাছে উল্লেখিত খাতে ঘুষ দাবি করেন তিনি। ওই ঠিকাদার বলেছেন, ঝিকরগাছা উপজেলায় ঠিকাদারি কাজ করে তাঁর ৬০ হাজার টাকা লোকসান হয়েছে। কাজেই তিনি হিসাব রক্ষকের দাবি পুরণ করতে ব্যর্থ হন। এ ঘটনার পর তিনি ফুলে পেঁপে ঢোল হয়ে যান এবং ওই উপজেলা প্রকৌশলীর কাছে ঠিকাদারের নামে অভিযোগ দেন। চাহিদা মাফিক ঘুষ না পেয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ওই সাংবাদিক নেতাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ান। সর্বশেষ ঝিকরগাছা প্রেসক্লাবের এক সাংবাদিক নেতার হস্তক্ষেপে তিনি বিলের চেক দিতে বাধ্য হন। এ ব্যাপারে অভিযুক্ত হিসাব রক্ষক রেজাউল করিমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের ব্যাপারে হা-না কোনো উত্তর দেননি।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net