নুরুজ্জামান শেখ, শরীয়তপুর
শরীয়তপুর সুপার সার্ভিস বাস স্টপদের বৃদ্ধ যাত্রীর উপর জুলুম অত্যাচারের প্রতিবাদ করায় ওই একই বাস যাত্রী ফারুক তালুকদার(২৮) এর উপর ওই বাসের স্টাফসহ অজ্ঞাত দুই থেকে তিনজন সন্ত্রাসী হামলা করে। গত শুক্রবার শরীযতপুর নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
আহত ফারুক তালুকদার(২৮) গণমাধ্যমকে বলেন, আমি গত ৪ জুলাই ২০২৫ সকাল সাতটার সময় ঢাকা কদমতলী বাস স্ট্যান্ড থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে শরীয়তপুর সুপার সার্ভিস যাহার রেজিঃ নং ৯২৪৮ টিকিট কেটে উঠে বসি। সময়মত বাস ছাড়তে দেরি করায় ওই বাসের এক বৃদ্ধ যাত্রীর সাথে ওই বাসস্টাফদের কথার কাটাকাটি হয়। ঢাকা কদমতলী থেকে শরীয়তপুর সুপার সার্ভিস শরীয়তপুর নতুন বাস স্ট্যান্ডে আসলে ওই বাসের চালকের হুকুমে হেল্পার কন্টাকটার সহ অজ্ঞাত আরো দুই থেকে তিনজন বাস যাত্রী বৃদ্ধকে মারধর করে। তখন তাদের হাত থেকে বৃদ্ধ লোককে ছাড়াতে গেলে চালকসহ ক›্ডাকটর হেলপার অজ্ঞাত আর দুই থেকে তিনজন আমার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে। ওই বাসের চালক লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে এবং তার সাথে থাকা বাস স্টপরা দেশীয় লাঠি সোটা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করে এবং রক্তাক্ত নীলা-ফুলা জখম করে।আমার প্যান্টের বাম পকেটে রাখা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাসস্টাফদের মারপিটের কারণে অচেতন হয়ে পড়িলে আমাকে কে বা কাহারা শরীয়তপুর সদর হাসপাতালে জরুরী বিভাগে রেখে পালিয়ে যায়।আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি। আমি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছি।
পালং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ফারুক তালুকদারকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে ফারুকের বাবা মনির হোসেন তালুকদার বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।