কাকরাইলে পুলিশের বাধার পর শহীদ মিনারে বিডিআর সদস্যরা

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৫:৩৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৫:৩৪:০২ অপরাহ্ন
রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এমতাবস্থায় সেখানে টিকতে না পেরে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন বিডিআর সদস্যরা। গতকাল সোমবার বিকালে কাকরাইল মোড় থেকে শহীদ মিনারে আসেন ৩ দফা দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তবে এখন পর্যন্ত নতুন কোনও কর্মসূচি ঘোষণা করেননি তারা। বিডিআর সদস্যদের অভিযোগ, কাকরাইলে তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় একাধিক আন্দোলনকারী আহত হয় এবং ১৩ জনকে পুলিশ আটক করে। তাদের মধ্যে একজন নারী। আন্দোলনরত বিডিআর সদস্য সুদর্শন চাকমা জানান, হত্যাকাণ্ডের সময় তিনি ফেনীতে ছিলেন, তবুও তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে মাশরুমের কাজ করছেন। তিনি বলেন, আমাদের আন্দোলন অযৌক্তিক না। পুলিশের এমন হামলার কোনও যৌক্তিকতা আমরা দেখি না। আমাদের প্রতিনিধিরা থানায় গেছেন আটককৃতদের ছাড়াতে। তারা এলে পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে পারবো। বিডিআর সদস্যদের ৩ দফা দাবি হলোÑ ১. চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুর্নবহাল। ২. পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল এবং ৩. বিডিআর নাম পুর্নবহাল ও কারাগারে বন্দি থাকা বিডিআর সদস্যদের মুক্তি।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net