বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা

আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৯:৫৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৯:৫৪:২২ অপরাহ্ন
লক্ষ্যটা খুব বড় নয়। মাত্র ১৫৫ রানের। শ্রীলঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও কুশল পেরেরার মারকুটে ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নিলো শ্রীলঙ্কা। ১ ওভার হাতে রেখেই বাংলাদেশকে হারালো ৭ উইকেটের বড় ব্যবধানে। পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কেন বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা, তার প্রমাণ দিলো ম্যাচ জিতে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। জবাবে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথমে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ২ ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে ১-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। এরপর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। এবার লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ শুরু করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটিতে হারলো টাইগাররা। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার ডাম্বুলায় এবং আগামী বুধবার কলম্বোয়। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই লঙ্কান ওপেনার। ৪.৪ ওভারে (২৮ বল) ৭৮ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ১৬ বলে ৪২ রান করে মিরাজের বলে আউট হন নিশাঙ্কা। কুশল মেন্ডিস খেলেন ৫১ বলে ৭৩ রানের ইনিংস। ১২০ রানের মাথায় তিনি আউট হন সাইফউদ্দিনের বলে। কুশল পেরেরা ২৫ বলে খেলেন ২৪ রানের ইনিংস। তাকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন রিশাদ হোসেন। জয়ের জন্য লঙ্কানদের বাকি কাজটা সেরে দেন আভিষ্কা ফার্নান্দো (১১) ও চারিথ আশালঙ্কা (৮)। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। সর্বোচ্চ ৩৮ রান করেন পারভেজ হোসেন ইমন। ৩২ রান করেন মোহাম্মদ নাঈম (নাঈম শেখ)। ২৯ রান করেন মেহেদী হাসান মিরাজ। ১৬ রান আসে তানজিদ তামিমের ব্যাট থেকে। ১৪ রান করেন শামীম পাটোয়ারী।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net