ফেনীর তিন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে-ত্রাণ উপদেষ্টা

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৫৭:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৫৭:১৪ অপরাহ্ন
ফেনী প্রতিনিধি
টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে গতকাল শনিবার ফেনীর বিভিন্ন এলাকায় গেছেন ঘুরেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। তিনি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। সকালে ফেনীর পুরাতন মুন্সীর হাটে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, কেউ কেউ বলছেন- ত্রাণ লাগবে না, শুধু টেকসই বেড়িবাঁধ করে দিন। আমি বলছি- আমাদের দুটোই লাগবে। এখনই ত্রাণ দরকার জীবন বাঁচাতে এবং দীর্ঘমেয়াদে লাগবে টেকসই বেড়িবাঁধ। সেই সঙ্গে জীবিকার ব্যবস্থাও জরুরি। তিনি বলেন, অতি দরিদ্র মানুষগুলো এখন সবচেয়ে ঝুঁকিতে। যাদের ঘরবাড়ি নেই, খাবার নেই, তাদের আগে বাঁচাতে হবে। তারপর ধাপে ধাপে অবকাঠামো গড়ে তুলতে হবে। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্রুত সময়ের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। তিনি বলেন, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে। যাদের দিয়ে কাজটি করা সম্ভব, তাদেরই দেওয়া হবে। এটি কোনো ছোটোখাটো কাজ নয়, অনেক বড় প্রকল্প। সুতরাং এটির জন্য কারিগরি দক্ষতা থেকে শুরু করে আয়োজন-উদ্যোগ সবকিছুই এক নম্বর হতে হবে। কারণ বারবার এত বড় প্রকল্প নিয়ে কাজ করা যাবে না।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net