নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে- ফারুক

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১০:২০:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১০:২০:১৯ পূর্বাহ্ন
নির্বাচনকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে- এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গতকাল বুধবার প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ফারুক প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, এনসিপি আর জামায়াতকে এ দেশে প্রতিষ্ঠিত করবেন, তা হবে না। তিনি আরও বলেন, নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস যদি জামায়াতের কথা শোনেন, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দেওয়ার পরও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জানিয়ে তিনি বলেন, এত পাতা জমা দিয়েও ফেল করেছেন, এখন মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়েছে কিছু উগ্রবাদী দলেরও।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net