
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষককে লাঞ্ছিত এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) আহ্বায়কসহ তিন নেতার ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এছাড়া তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও একজনকে সতর্ক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞা পাওয়া দুজন হলেন— রসায়ন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান এবং দর্শন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম। এছাড়া সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন এবং বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হাসান ইমান। একই ঘটনায় ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আজিজুল হাকিমকে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভবিষ্যতে তিনি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই বহিষ্কার করা হবে। প্রসঙ্গত, গত ১০ জুলাই বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে মারধর করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম লাঞ্ছনার শিকার হন। একইসঙ্গে বিভাগের শিক্ষার্থী ও শাখা বাগছাসের আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান ও যুগ্ম-আহ্বায়ক ফারুককেও ছাত্রলীগ সংশ্লিষ্টতা দেখিয়ে মারধর করা হয়।