
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ‘নৌকা’ প্রতীক। গতকাল বুধবার ইসির ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। এদিকে, দীর্ঘ নয় বছর পর নিজস্ব ওয়েবসাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীকটি যোগ করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ জানান, কমিশনের নির্দেশনায় ওয়েবসাইট হালনাগাদ করা হয়েছে। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে দাঁড়িপাল্লা প্রতীকটি বিধিমালা থেকে বাদ দেয় ইসি। একই সঙ্গে ওয়েবসাইট থেকেও প্রতীকটি সরিয়ে নেয় সংস্থাটি। তবে তালিকায় দলের নাম ও ক্রমিক নম্বর থেকে যায়। এরপর ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে ইসি। সে সময় দলের নামও সরিয়ে নেওয়া হয়। তখন থেকে ইসির তালিকায় জামায়াতের ১৪ নম্বর ঘরটি ফাঁকা ছিল এতোদিন। সম্প্রতি আদালতের নির্দেশনায় দলটিকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয় ইসি। সে সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছিল এবং সেটা পরে আদালতের আদেশে বাতিল করা হয়। কিন্তু আদালত ফের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়ায় দলটি প্রতীকসহই নিবন্ধন পাবে। এদিকে দাঁড়িপাল্লা প্রতীকটি এখন বিধিমালায় যোগ করা হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, এতে কোনো অসুবিধা নেই। অন্যদিকে নিবন্ধন স্থগতি রাখার বিষয়টি উল্লেখ করে সকালে ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নাম রাখা হলেও প্রতীক হিসেবে নৌকা সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে গত মঙ্গলবার দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকা বাতিল না করে সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন রেখেছেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? গত ১৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে ইসির প্রতীক তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানায় এনসিপি। সেদিন বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। ফলে গত তফসিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনি ভিত্তি আমরা ইসির কাছে তুলে ধরেছি। সে সময় সিইসি বলেছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন। উল্লেখ্য, বর্তমানে ইসির তালিকাভুক্ত তফসিলভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি। এর মধ্যে ৫১টি রাজনৈতিক দলের জন্য এবং ১৯টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি।