কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:০৪:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:০৪:০৬ পূর্বাহ্ন
রাঙামাটি প্রতিনিধি
পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট একযোগে চালু থাকায় বর্তমানে উৎপাদন হচ্ছে ২১৮ মেগাওয়াট। গতকাল বৃহস্পতিবার কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাঁচটি ইউনিটের মধ্যে ১, ২ ও ৩ নম্বর ইউনিট থেকে উৎপাদন হচ্ছে ইউনিটপ্রতি ৪৬ মেগাওয়াট করে মোট ১৩৮ মেগাওয়াট। আর ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট। এর আগে গত ১১ জুলাই হ্রদের পানির স্তর বাড়ায় পাওয়ায় বিদ্যুৎকেন্দ্রের সবগুলো ইউনিট একযোগে চালু করা হয়। কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে প্রতি ঘণ্টায় কাপ্তাই হ্রদের পানির পরিমাণ বাড়ছে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর রয়েছে ৯০ দশমিক ৬৭ ফুট মিন সি লেভেল (এমএসএল)। রুল কার্ভ অনুযায়ী এই সময়ে হ্রদের পানির স্তর থাকার কথা ৮৫ দশমিক ০৮ ফুট এমএসএল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট এমএসএল। ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পন্ন কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে পাঁচটি ইউনিট রয়েছে। পানি স্বল্পতার কারণে এতদিন একসঙ্গে সব ইউনিট চালু করা সম্ভব হয়নি। চলতি বছরের ২ জুন থেকে কেন্দ্রটির চারটি ইউনিট চালু থাকলেও, গত ১১ জুলাই রাত ৮টায় একযোগে চালু করা হয় সব পাঁচটি ইউনিট। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net