গোপালগঞ্জে সংঘর্ষে প্রাণহানির ঘটনা তদন্তের দাবি আসকের

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৭:৫১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৭:৫১:০৮ অপরাহ্ন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সমাবেশে হামলা, সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠনটি বলেছে, এই ঘটনা গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ও নাগরিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। একইসঙ্গে আসক অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ১৬ জুলাই গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির পূর্বঘোষিত সমাবেশে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগের একটি অংশের হামলার পর শুরু হয় সংঘর্ষ, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যুক্ত হন। সংঘর্ষের সময় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়। পুলিশের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে। এতে দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (১৮), সোহেল মোল্লা (৪১) ও ইমন (২৪) নিহত হন। আহত হন আরও অনেকে, যাদের অনেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আসক বলেছে, মতপ্রকাশ ও শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকার সংবিধান স্বীকৃত একটি মৌলিক অধিকার; যা রাষ্ট্র ও প্রশাসনের দ্বারা সুরক্ষিত হওয়া উচিত। অথচ এখানে দেখা গেছে, প্রশাসন উত্তেজনা প্রশমন না করে অতিরিক্ত বলপ্রয়োগ ও প্রকাশ্যে গুলি চালিয়েছে; যা একাধিক আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি ও দেশের সংবিধানের লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, পুলিশের মহাপরিদর্শক গণমাধ্যমে দাবি করেছেন, ঘটনার সময় পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও গুলির শব্দ স্পষ্ট। তাহলে প্রশ্ন থেকে যায়, কারা এই অস্ত্র ব্যবহার করলো? আসক মনে করে, এই প্রশ্নের জবাব না দিলে জনমনে বিভ্রান্তি, ভয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনাস্থা বাড়বে। সংগঠনটি বলেছে, এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত না হলে ন্যায়বিচার পাওয়া যাবে না। বিবৃতিতে দাবি করা হয়, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ঘটনার পেছনে কারা দায়ী তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিবৃতির শেষাংশে আসক দেশব্যাপী শান্তিশৃঙ্খলা রক্ষায় সব পক্ষকে সংযম, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানায়। তারা বিশেষভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকতে এবং কোনও নিরীহ নাগরিক যেন হয়রানি বা সহিংসতার শিকার না হন, তা নিশ্চিত করার আহ্বান জানায়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net