
রাজধানী ধানমন্ডির রাসেল স্কয়ারের (ধানমন্ডি-৩২) সিগন্যালে প্রকাশ্যে দেশীয় অস্ত্র চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, ধানমন্ডি রাসেল স্কয়ারের মোড়ে লেকপাড়ের ফুটপাতে এক যুবককে চাপাতির ভয় দেখিয়ে সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিচ্ছে এক ছিনতাইকারী। পরে অস্ত্র হাতে প্রকাশ্যে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে রাস্তা পার হয়ে চলে যায়। এ ঘটনার সময় আশপাশে অনেক মানুষ তাকিয়ে দেখছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাইরাল এই ছিনতাইয়ের ঘটনাটি গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাসেল স্কয়ারে মোড়ে। যদিও ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা দাবি করেন ঘটনাটি গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পরের ঘটনা। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজটা আমরা দেখেছি। ওই ভুক্তভোগীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে এরই মধ্যে ভিডিও দেখে ছিনতাইকারীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, রাসেল স্কয়ার মোড়ে লেকপাড়ের ফুটপাতে সাদা শার্ট, জিন্সের প্যান্ট ও স্যান্ডেল পরা এক যুবককে প্রিন্টের শার্ট ও কালো রঙের প্যান্ট পরা আরেকজন চাপাতির ভয় দেখাচ্ছে। এতে সাদা শার্ট পরা যুবক তার সঙ্গে থাকা কালো ব্যাগটি ছুড়ে রাস্তায় ফেলে দেয়। এরপর এক হাতে অস্ত্র অন্য হাতে ব্যাগটি নিয়ে প্রিন্টের শার্ট পরা ছিনতাইকারী যুবক রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব থাকা দুই পুলিশ সদস্যদের সামনে দিয়ে পান্থপথের দিকে চলে যায়। এ সময় সড়কে তীব্র যানজট ছিল। ভিডিওতে আরও দেখা গেছে, ছিনতাইয়ের সময় আশপাশের নারীসহ বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে ঘটনাটি দেখছিলেন। সিগন্যালে আটকে থাকা এক প্রাইভেটকারের ভেতর থেকে কেউ একজন ভিডিওটা করেছেন। ফুটপাতের চায়ের দোকানও খোলা দেখা যায়। ঘটনার সময় পাশের একটি চায়ের দোকানে বসে থাকা এক ব্যক্তি নাম প্রকাশ না করে বলেন, রাত ৯টার দিকে হঠাৎ দেখি একজন চাপাতি হাতে আরেকটা ছেলের কাছ থেকে কিছু একটা চাচ্ছে। তখন ভুক্তভোগী ব্যাগটা ছুড়ে ফেলে দেয়। পরে অস্ত্র হাতে ছিনতাইকারী যুবক ব্যাগটা নিয়ে চলে যাওয়ার পর ওই ছেলেটাও একটা বাসে করে চলে যায়। তবে ঘটনার সময় রাত ১২টার পর দাবি করে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, রাতে মিরপুর রোডে ট্রাক চলাচল করার কারণে যানজট হয়। আর সেই সুযোগে ছিনতাইকারীরা অপরাধ সংঘটিত করছে। আমরা ভিডিওটা বিশ্লেষণ করে ভুক্তভোগী ও অস্ত্র হাতে ছিনতাইকারীকে খুঁজে বের করা চেষ্টা করছি। ট্রাফিক পুলিশের সামনে এমন ঘটনায় কেন প্রতিরোধ করা হয়নি? জানতে চাইলে ওসি বলেন, এ ঘটনার সময় রাস্তা প্রচণ্ড যানবাহনের চাপ ছিল। ট্রাফিক পুলিশ সদস্যরা যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। তাই হয়তো তারা বিষয়টি খেয়াল করেননি। তারা ঘটনাটি বোঝার আগেই ছিনতাইকারী পালিয়ে যায়। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত ছিনতাইকারীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।