জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যানজট, ভোগান্তি

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৭:৩৬:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৭:৩৬:২১ অপরাহ্ন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। সমাবেশ ঘিরে লাখো মানুষের সমাগম ঘটে। এতে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসেন দলটির নেতা-কর্মী ও সমর্থকরা। এ কারণে রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে নগরবাসী পড়েন ভোগান্তিতে। গতকাল শনিবার সকাল থেকেই ঢাকার বেশ কিছু সড়কে যান চলাচলে ধীরগতি ছিল। কর্মস্থলমুখী মানুষকে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে দেখা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ ঘিরে যানজট ও যান চলাচলে বিঘ্ন ঘটায় অসুবিধায় পড়ে নগরবাসী। জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ও কারওয়ানবাজার থেকে শাহবাগ মোড় পর্যন্ত যানজট তৈরি হয়। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ফার্মগেট এলাকার বাসিন্দা আরিফুর রহমান বলেন, এলাকায় তীব্র যানজটের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারিনি। সড়কে যানজট দেখে বাসায় ফিরে এসেছি। বিকেলে যাওয়ার চেষ্টা করবো। যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা আরাফাত রহমান বলেন, মহাসড়কের বেশিরভাগ যানবাহনই জামায়াতের সমাবেশে যাওয়া নেতাকর্মীদের বহনকারী বাস। সমাবেশের পথে বিপুল সংখ্যক মাইক্রোবাসও দেখা গেছে। এ ছাড়া ঢাকা থেকে নারায়ণগঞ্জ, চিটাগাং রোড, সোনারগাঁও ও মদনপুরসহ বিভিন্ন রুটে বাসের সংকট দেখা দিয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সমাবেশ ঘিরে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক সদস্যরাও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net