বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেফতার

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১২:৪১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১২:৪১:৪৫ অপরাহ্ন
রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম সিয়াম সরকার (২২)। গতকাল রোববার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্যামপুর মডেল থানার খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোডের মাথায় ছাত্রলীগের দুই কর্মী যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি বাসে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শ্যামপুর থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সিয়াম সরকারকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। তার সহযোগী রাফসান পালিয়ে যায়। এ ঘটনায় শ্যামপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে ও রাফসান ছাত্রলীগের কর্মী এবং তারা শ্যামপুর এলাকায় বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং রাফসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পল্লবীতে পার্কিং করা বাসে আগুন: এদিকে, রাজধানীর পল্লবীতে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের স্টাফ বাসে (ঢাকা মেট্রো ব- ১৫-৩৬৫৯) আগুন দেওয়া হয়। গতকাল রোববার সকাল পৌনে ৬টার দিকে রাজধানীর মিরপুর-১২ নম্বর ঝিলপাড় বস্তি সংলগ্ন আলুব্দি রোডে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতাল ডেকেছে আওয়ামী লীগের চার সংগঠন; যেগুলোসহ ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে সরকার। হরতাল ঘোষণা ও বাস্তবায়নের অংশ হিসেবে বাসটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। পল্লবী থানার ওসি মো. শফিউল আলম বলেন, রোববার সকাল পৌনে ৬টার দিকে নির্জন এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসে আগুন দেওয়ার বিষয় আমরা জানতে পেরেছি সকাল সাড়ে ১০টায়। তবে এ ঘটনার কেউ আহত হয়নি। এক প্রশ্নের উত্তরে ওসি বলেন, তদন্ত সাপেক্ষে বলা যাবে এ বাসে কারা আগুন দিয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net