আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৭:১৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৭:১৫:১৫ অপরাহ্ন
এস এম সুমন রশিদ,(আমতলী)বরগুনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এর সম্মেলন চলেছে।
এতে গুলিশাখালি ইউনিয়নের বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন ভিপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা। গুলিশাখালী ইউনিয়ন বি,এন,পির আহবায়ক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খাইরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট গাজি মো. তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু,মো:মকবুল আহম্মেদ খান,
অ্যাডভোকেট নসির উদ্দিন তালুকদার, তারিকুল ইসলাম টারজন, আমতলী পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির, যুগ্ম আহবায়ক জালাল আহম্মেদ খান,  আবুল বাসার তালুকদার, ওলামা দলের সভাপতি মেজবা উদ্দিন আহম্মেদ, গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. তোফজ্জেল হোসেন, মহিলা দলের সভানেত্রী সামসুননাহার মিরা খান প্রমুখ।
সম্মেলনে গুলিশাখালী ইউনিয়নের সকল ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়নি। ইউনিয়ন বিএনপির একই পদে যারা অংশগ্রহণ করেছেন তাদের ঐক্যমত ভিন্ন ভিন্ন হওয়ায় সম্মেলনে উপস্থিত থাকা প্রধান অতিথি, বিশেষ অতিথি, নির্বাচকরা ওই দিন কমিটি ঘোষণা দিতে পারেননি।
সম্মেলনে পৌর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের আহবায়ক ও যুগ্ম আহবায়করা বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন,তারিকুল ইসলাম টারজান।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net