
বর্তমান ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ও দর্শকপ্রিয় জুটি জোভান ও আইশা খান। একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে তারা ইতোমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। এবার তাদের নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আবেগ’। নাটকটি পরিচালনা করেছেন খ্যাতিমান নাট্যনির্মাতা তুহিন হোসেন এবং গল্প ও চিত্রনাট্য করেছেন রেজাউল আলম শাওন।
পরিচালক তুহিন হোসেন জানিয়েছেন, ‘আবেগ’ নাটকটি আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান সমসাময়িক বাস্তবতার প্রতিচ্ছবি। এটি কেবল একটি রোমান্টিক নাটক নয়-বরং আবেগ, সম্পর্ক, সংকট ও সহানুভূতির গল্প। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোভান ও আইশা।
জোভানের অভিনয়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে তুহিন হোসেন বলেন, “তিনি একজন পরীক্ষিত অভিনেতা। তার মধ্যে যেমন অভিনয়ের পরিপক্বতা আছে, তেমনি রয়েছে চরিত্র ধারণের দারুণ ক্ষমতা। তিনি বর্তমানে সবচেয়ে ব্যস্ত অভিনেতাদের একজন।”
আইশা খান সম্পর্কে তিনি বলেন, “একসময় উপস্থাপনায় জনপ্রিয় হলেও এখন অভিনয়ে তার অবস্থান দৃঢ় হচ্ছে। এই নাটকে তিনি এতটা স্বাভাবিকভাবে চরিত্রটিকে তুলে ধরেছেন, দর্শক নিশ্চয়ই মুগ্ধ হবেন।”
অভিনেত্রী আইশা খানও জানিয়েছেন, নাটকটির গল্প, নির্মাণ ও সহশিল্পীর অভিনয়-সবকিছুই ছিল পরিপূর্ণভাবে পরিকল্পিত। তার ভাষায়, “তুহিন ভাই সাধারণত খুব বেশি রোমান্টিক গল্প করেন না, কিন্তু এই কাজটি তিনি অত্যন্ত যত্ন নিয়ে করেছেন। জোভান ভাইয়ের চরিত্রটি যেমন বাস্তবসম্মত, তেমনি দর্শকদের সঙ্গে সহজেই সম্পর্ক তৈরি করতে পারবে।”
নাটকটি এনটিভির পর্দায় প্রচারিত হবে আজ বুধবার বিকেল ৩টায়।
প্রসঙ্গত, জোভান-আইশা জুটিকে এর আগেও একাধিক নাটকে দেখা গেছে, যার মধ্যে রয়েছে ‘লাভ বাইট’, ‘থেমে যেতে নেই’, ‘অনামিকা’, ‘দুটি মন’, ‘লাস্ট উইস’, এবং ‘সে প্রথম প্রেম আমার’। তাদের জুটির অভিনয় ইতোমধ্যেই তরুণ দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।
পরিচালক তুহিন হোসেন জানিয়েছেন, ‘আবেগ’ নাটকটি আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান সমসাময়িক বাস্তবতার প্রতিচ্ছবি। এটি কেবল একটি রোমান্টিক নাটক নয়-বরং আবেগ, সম্পর্ক, সংকট ও সহানুভূতির গল্প। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোভান ও আইশা।
জোভানের অভিনয়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে তুহিন হোসেন বলেন, “তিনি একজন পরীক্ষিত অভিনেতা। তার মধ্যে যেমন অভিনয়ের পরিপক্বতা আছে, তেমনি রয়েছে চরিত্র ধারণের দারুণ ক্ষমতা। তিনি বর্তমানে সবচেয়ে ব্যস্ত অভিনেতাদের একজন।”
আইশা খান সম্পর্কে তিনি বলেন, “একসময় উপস্থাপনায় জনপ্রিয় হলেও এখন অভিনয়ে তার অবস্থান দৃঢ় হচ্ছে। এই নাটকে তিনি এতটা স্বাভাবিকভাবে চরিত্রটিকে তুলে ধরেছেন, দর্শক নিশ্চয়ই মুগ্ধ হবেন।”
অভিনেত্রী আইশা খানও জানিয়েছেন, নাটকটির গল্প, নির্মাণ ও সহশিল্পীর অভিনয়-সবকিছুই ছিল পরিপূর্ণভাবে পরিকল্পিত। তার ভাষায়, “তুহিন ভাই সাধারণত খুব বেশি রোমান্টিক গল্প করেন না, কিন্তু এই কাজটি তিনি অত্যন্ত যত্ন নিয়ে করেছেন। জোভান ভাইয়ের চরিত্রটি যেমন বাস্তবসম্মত, তেমনি দর্শকদের সঙ্গে সহজেই সম্পর্ক তৈরি করতে পারবে।”
নাটকটি এনটিভির পর্দায় প্রচারিত হবে আজ বুধবার বিকেল ৩টায়।
প্রসঙ্গত, জোভান-আইশা জুটিকে এর আগেও একাধিক নাটকে দেখা গেছে, যার মধ্যে রয়েছে ‘লাভ বাইট’, ‘থেমে যেতে নেই’, ‘অনামিকা’, ‘দুটি মন’, ‘লাস্ট উইস’, এবং ‘সে প্রথম প্রেম আমার’। তাদের জুটির অভিনয় ইতোমধ্যেই তরুণ দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।