কুষ্টিয়ায় ১৩২ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০১:০৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০১:০৩:০৩ অপরাহ্ন
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া ৪৭ বিজিবি’র অভিযানে এক বছওে একশ’ ৩১ কোটি ৯৩ লাখ টাকা মুল্যের মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে। বিষয়টি জানিয়েছেন বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মোর্শেদ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিজিবি ৪৭ ব্যাটালিয়নের আয়োজনে মিডিয়া ব্রিফিং এ তথ্য জানানো হয়। মিডিয়া ব্রিফিং এ বক্তব্য রাখেন লে. কর্নেল মাহবুব মোর্শেদ। তিনি বলেন, গত এক বছরে বিজিবি ৪৭ ব্যাটালিয়েনর অভিযানে পাঁচজন স্বর্ণ পাচারকারীসহ ৫ দশমিক ৩২১ কেজি সোনা, সাতজন আসামিসহ ছয়টি বিদেশি পিস্তল, তিনটি সিঙ্গেল সুটার পিস্তল, দুটি সিঙ্গেল শর্টগান, দুটি বিদেশি পিস্তল, একটি দেশি পাইপগান, নয়টি ম্যাগজিন, ৩২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এছাড়া, এক বছরে ৯৩ জন চোরাকারবারীসহ নয় হাজার তিনশ’ ৭০ বোতল বিদেশি মদ, ৬৪ বোতল দেশি মদ, ১৫ হাজার চারশ’ ৩৩ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ৮০৫ কেজি গাঁজা, ৪৭ হাজার সাতশ’ ৬৮ পিস ইয়াবা, ২৬ দশমিক ৪৩ কেজি হেরোইন, এক লাখ ৫০ হাজার আটশ’ ৩৬ পিস যৌন উত্তেজন ট্যাবলেট, ৯৮ বোতল এলএসডি, ২১ দশমিক ৩২ কেজি কোকেন এবং চার কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করা হয়েছে। যার বাজার মুল্য প্রায় ১২০ কেটি ৯৬ লাখ টাকা। একইসঙ্গে ৪৭ বিজিবির যৌথ টাস্ক ফোর্স অভিযানে তিন হাজার পিস ইয়াবা, ১৭ হাজার চারশ’ ৮০ প্যাকেট অবৈধ বিড়ি-সিগারেট, এক হাজার পাঁচশ’ ৪৪ পিস অবৈধ কসমেটিস সামগ্রী, দুই হাজার আটশ’ ৮০ কেজি ভারতীয় বেহুন্দী ও দোয়ারী জাল, ৩৮ হাজার একশ’ ৪৪ কেজি চায়না জাল, ৩০ হাজার নয়শ’ ৭০ কেজি কারেন্ট জাল, দুটি অবৈধ জাল তৈরির মেশিন উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ১০ কোটি ৯৭ লাখ টাকা। মিডিয়া ব্রিফিং এ লে. কর্নেল মাহবুব মোর্শেদ আরো জানান, গত ৩১ মে এবং ২৬ জুন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ১৭জন বাংলাদেশিকে পুশইন করলেও পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে আর কোন পুশইন ঘটেনি। অধিনায়ক আরো জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার করার ফলে ঈদ উল আযহায় কোন গরু পাচার হয়নি। এছাড়া মাদক পাচারে সংশ্লিষ্ট কয়েকজনকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য বিজিবির উদ্যোগে মুলধনসহ দোকান করে দেওয়া হয়েছে। মাদক পাচার ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। ব্রিফিং এ তিনি নদী ও পরিবেশ রক্ষায় জেলেদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশিয় জলজ পরিবেশবান্ধব জাল এবং মাছ ধরার সরঞ্জাম ব্যবহারের আহবান জানান। ব্রিফিং এর আগে গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net