ভ্যাপসা গরমের মধ্যে পঞ্চগড়ে ঘন কুয়াশা

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০২:৩৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০২:৩৪:৩০ অপরাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে বর্ষাকালের সকালে নেমেছে শীতের আমেজ। ভ্যাপসা গরমের মধ্যেও গতকাল বুধবার ভোরে দেখা মিলেছে ঘন কুয়াশা, যা স্থানীয়দের মাঝে বিস্ময়ের জন্ম দিয়েছে। সকাল ৬টা পর্যন্ত থাকা এই কুয়াশা যেন শীতকালকে মনে করিয়ে দিয়েছে। স্থানীয়দের অনেকেই জানান, গত মঙ্গলবার গভীর রাত থেকেই হঠাৎ করেই কুয়াশা নামে। পঞ্চগড় পৌরসভার বাসিন্দা মেহেদী হাসান জানান, গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে থাকা দায় হয়ে গিয়েছিল। কিন্তু গতকাল বুধবার ভোরে হঠাৎ করে চারপাশ কুয়াশায় ঢেকে যায়। মনে হচ্ছিল শীতকাল চলে এসেছে। যদিও গরম একটুও কমেনি। একই কথা জানান অলিয়র রহমান। তিনি বলেন, গরমের মাঝে এমন আবহাওয়া আমাদের চিন্তায় ফেলে দিয়েছে। সকালের এমন আবহাওয়া আগে দেখা হয়নি। রিকশাচালক হাবিবুর রহমান বলেন, প্রতিদিন ভোরে রিকশা নিয়ে বের হই। কিন্তু আজকের ভোরটা ছিল একেবারেই আলাদা। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে। গরমের মধ্যে এমন আবহাওয়া কখনো দেখিনি। এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পর্যবেক্ষক) জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমি বায়ু অতিরিক্ত সক্রিয় হওয়ায় এবং বায়ুমণ্ডলে ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ার কারণে কুয়াশা দেখা যায়। একইসঙ্গে তা হালকা বৃষ্টিতে রূপ নেয়, তবে তা রেকর্ডযোগ্য পরিমাণ নয়। গতকাল বুধবার সকাল ৬টা ও ৯টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করতে পারে। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকলেও আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net