বান্দরবানে রিসোর্ট থেকে পর্যটকের লাশ উদ্ধার

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০২:৩৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০২:৩৫:০৪ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি বান্দরবানের লামায় আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় লামা মিরিঞ্জা এলাকার ডেঞ্জার হিল রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসেন ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকার আবু তাহেরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ২১ জুলাই ডেঞ্জার হিল রিসোর্টে এসে ১২ নম্বর কক্ষটি ভাড়া নেন আনোয়ার হোসেন। গত মঙ্গলবার রাতে পরের দিন সকালে নাস্তা দেওয়ার কথা বলে রুমে চলে যান তিনি। সকালে নাস্তা দেওয়ার জন্য হোটেল কর্মচারী ওই রুমে দরজা বন্ধ পেয়ে ঘুমাচ্ছেন ভেবে ফিরে আসেন। বেলা ১১টার সময় পুনরায় রুমের বেড়ার ফাঁক করে উঁকি দিলে রুমের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে লামা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। লামা থানার ওসি জনাব তোফাজ্জল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net