ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমেরিকাই কি ব্রিকসকে এগিয়ে দিচ্ছে? কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু রাজধানীতে অবৈধ ওয়াকিটকি ব্যবসায় জড়িত দু’জন গ্রেফতার চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ এস আলমের দুই ছেলেসহ ১০ জনের নামে মামলা ফরিদপুর-৪ আসনে ভাঙ্গার দু’ইউনিয়ন নিয়ে হাইকোর্টে রিট বাগেরহাটের ৪ আসন বহালের দাবিতে মিছিল দু’দিন হরতাল পুলিশের মিথ্যা তদন্ত প্রতিবেদনে ব্যবসায়ী মৃত্যুশয্যায় বেবিচকের কর্মকর্তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া মা-নবজাতকের যত্নে পরিবর্তন আনছে স্বাস্থ্যশিক্ষা ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু পাট পণ্যের উপযোগিতাকে প্রাধান্য দিতে হবেÑ বাণিজ্য উপদেষ্টা গুণতে হবে বিপুল টাকা নির্বাচন বর্জনের ঘোষণা ভিপি প্রার্থী তাহমিনার ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন-নাছির শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, দিনভর আলোচনা নানা ঘটনা নেপালে বিক্ষোভ-প্রাণহানির জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগ

নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য আপলোডের নির্দেশ ইসির

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০২:৩১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০২:৩১:২৫ অপরাহ্ন
নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য আপলোডের নির্দেশ ইসির
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে ২০০৭ সালের ভোটারদের ২ নম্বর ফরম আপলোড করার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ২০০৭ সালের ভোটারদের মধ্যে ২ কোটি ৩৮ লাখ ভোটারের ২ নম্বর ফরম এনআইডির সার্ভারে আপলোড করা আছে। এনআইডির ২ নম্বর ফরমে (ফরম-২) সাধারণত নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য এবং আবেদনকারীর ব্যক্তিগত বিবরণ অন্তর্ভুক্ত থাকে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, রক্তের গ্রুপ, ইত্যাদি। এছাড়াও, এই ফরমে আবেদনকারীর স্বাক্ষর, ছবি এবং আরও কিছু প্রাসঙ্গিক তথ্য থাকে। সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ বিষয়টি উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। তিনি ২ নম্বর ফরম দ্রুত সার্ভারে আপলোড করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সবার ২ নম্বর ফরম স্ক্যান সম্পন্ন করে সার্ভারে আপলোড করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, ২০০৭ সাল থেকে যেসব ভোটারের ২ নম্বর ফরম সার্ভারে আপলোড করা হয়নি, সেসব ভোটারের ২ নম্বর ফরম দ্রুত সার্ভারে আপলোড করা প্রয়োজন। অনেক স্থানে ফরমসমূহ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে সভায় এনআইডি পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানান, ২০০৭ সালে হওয়া ভোটারদের মধ্যে এ পর্যন্ত ২ কোটি ৩৮ লাখ ভোটারের ২ নম্বর ফরম স্ক্যান করা হয়েছে। অবশিষ্ট ফরমসগুলোও দ্রুততার সঙ্গে স্ক্যান সম্পন্ন করা এবং সার্ভারে আপলোড দেওয়া প্রয়োজন। কারিগরি ২ নম্বর ফরম স্ক্যানের ক্ষেত্রে সুনির্দিষ্ট স্পেসিফিকেশন মেইনটেইন করার অনুরোধ করেন তিনি। এনআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০০৭ সালের ভোটারদের সব ২ নম্বর ফরম আপলোড করা হয়নি। বর্তমানে যেসব ফরম ভালো আছে, সেসব ফরম আপলোডের উদ্যোগ নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৭ সালের ভোটারের ২ নম্বর ফরম আপলোড করতে আইডিইএ-২ প্রকল্প পরিচালক ও সিস্টেম ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স