ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মানসিক আঘাতগ্রস্তদের চিকিৎসার তদারকির জন্য কমিটি গঠন সাধারণ মানুষ জানেই না আনুপাতিক নির্বাচন পদ্ধতি কী : মির্জা ফখরুল সংস্কারে এগোলেও বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ কাটেনি চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা শহর-গ্রামাঞ্চলে বন্যা বিপর্যস্ত জনজীবন আধিপত্যে রক্তাক্ত পাহাড় নারায়ণগঞ্জে বৈধ কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শুধু অভিযোজন নয় দরকার বিশ্বব্যাপী নির্গমন হ্রাস-পরিবেশ উপদেষ্টা সংলাপের নামে নাটক করছেন প্রধান উপদেষ্টা- কাজী মামুন খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা ঢাকায় বসবাসরত সাংবাদিকদের মধ্যে বন্ডিং তৈরি করতে হবে মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত বাড়িঘরে ভাঙচুর-লুটপাট মাউশিতে বদলি বাণিজ্য ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি কেলেঙ্কারি তদন্ত শুরু সেঁওতি বাগানে টিএসআই রিসার্চ সেন্টারের উদ্বোধন শ্যামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার বোনের বাসায় বেড়াতে এসে বখাটের হাতে তরুণ খুন কর ব্যবস্থায় বড় বাধা দুর্নীতি-এনবিআর চেয়ারম্যান প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ কথিত প্রেমিকসহ গ্রেফতার ৩ দীর্ঘদিন ধরে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ রাজশাহীর সব উন্নয়ন কাজ বন্ধ করে দিলেন ঠিকাদাররা

নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য আপলোডের নির্দেশ ইসির

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০২:৩১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০২:৩১:২৫ অপরাহ্ন
নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য আপলোডের নির্দেশ ইসির
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে ২০০৭ সালের ভোটারদের ২ নম্বর ফরম আপলোড করার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ২০০৭ সালের ভোটারদের মধ্যে ২ কোটি ৩৮ লাখ ভোটারের ২ নম্বর ফরম এনআইডির সার্ভারে আপলোড করা আছে। এনআইডির ২ নম্বর ফরমে (ফরম-২) সাধারণত নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য এবং আবেদনকারীর ব্যক্তিগত বিবরণ অন্তর্ভুক্ত থাকে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, রক্তের গ্রুপ, ইত্যাদি। এছাড়াও, এই ফরমে আবেদনকারীর স্বাক্ষর, ছবি এবং আরও কিছু প্রাসঙ্গিক তথ্য থাকে। সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ বিষয়টি উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। তিনি ২ নম্বর ফরম দ্রুত সার্ভারে আপলোড করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সবার ২ নম্বর ফরম স্ক্যান সম্পন্ন করে সার্ভারে আপলোড করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, ২০০৭ সাল থেকে যেসব ভোটারের ২ নম্বর ফরম সার্ভারে আপলোড করা হয়নি, সেসব ভোটারের ২ নম্বর ফরম দ্রুত সার্ভারে আপলোড করা প্রয়োজন। অনেক স্থানে ফরমসমূহ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে সভায় এনআইডি পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানান, ২০০৭ সালে হওয়া ভোটারদের মধ্যে এ পর্যন্ত ২ কোটি ৩৮ লাখ ভোটারের ২ নম্বর ফরম স্ক্যান করা হয়েছে। অবশিষ্ট ফরমসগুলোও দ্রুততার সঙ্গে স্ক্যান সম্পন্ন করা এবং সার্ভারে আপলোড দেওয়া প্রয়োজন। কারিগরি ২ নম্বর ফরম স্ক্যানের ক্ষেত্রে সুনির্দিষ্ট স্পেসিফিকেশন মেইনটেইন করার অনুরোধ করেন তিনি। এনআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০০৭ সালের ভোটারদের সব ২ নম্বর ফরম আপলোড করা হয়নি। বর্তমানে যেসব ফরম ভালো আছে, সেসব ফরম আপলোডের উদ্যোগ নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৭ সালের ভোটারের ২ নম্বর ফরম আপলোড করতে আইডিইএ-২ প্রকল্প পরিচালক ও সিস্টেম ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সংস্কারে এগোলেও বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ কাটেনি

সংস্কারে এগোলেও বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ কাটেনি