ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আটাবের কার্যনির্বাহী কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ ৩৭০ ধারা বিলোপের পর জম্মু কাশ্মীরে অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন মাইলস্টোনে স্কুল কার্যক্রম শুরু হয়নি, কলেজে ভর্তি চলছে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা দগ্ধ ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য আয়োজন শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবো না -মির্জা ফখরুল জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত তিন মাসেও স্বাস্থ্য খাতে সুপারিশ বাস্তবায়ন নেই মুজিববাদী সংবিধান আর রাখতে চাই না-সারজিস শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার-অ্যাটর্নি জেনারেল প্রথম সাক্ষ্য দিলেন গুলিতে মুখাবয়ব হারানো খোকন চন্দ্র শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে পিবিআই কর্মকর্তার ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস জুলাই সনদ নিয়ে আরও মতামত চায় ঐকমত্য কমিশন তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার নতুন সংবিধান প্রণয়নসহ ২৪ দফা ইশতেহার এনসিপির তরুণদের প্রথম ভোট চাইলেন তারেক রহমান ভারী বৃষ্টিতে পাহাড়ধস, সড়কে যান চলাচল বিঘ্নিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই লাশে আঘাতের চিহ্ন

স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারল স্বামী

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০২:২০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০২:২০:১০ অপরাহ্ন
স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারল স্বামী
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে প্রবাস ফেরত স্ত্রীকে ঘরে রেখে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারল স্বামী। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ইন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারুফা আক্তার ইন্দ্রপুর গ্রামের মোন্তাজ উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, মারুফা আক্তার দীর্ঘদিন প্রবাসে থাকার পর প্রায় তিন বছর আগে দেশে ফেরেন। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মিজানুর রহমানকে বিয়ে করেন তিনি। আগের সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা অন্যত্র বসবাস করেন। এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এটা নিয়ে সামাজিকভাবে বহু সালিস হয়েছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। শেষে এই পরিণতি হলো। নিহতের স্বজনরা জানান, মারুফা ও মিজানুর পাশাপাশি দুটি টিনশেড কক্ষে বসবাস করতেন। রাত আড়াইটার দিকে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা এগিয়ে যান। বাইরে থেকে ঘরটি তালাবদ্ধ দেখতে পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে বিছানাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। মারুফার পুড়ে যাওয়া নিথর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, রাত আড়াইটার দিকে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছেন। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য