
লালপুরে ইয়াবা ট্যাবলেটসহ ২ সহোদর আটক


লালপুর (নাটোর) থেকে আলাউদ্দিন
লালপুরে আপন দুই ভাইকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আটক সুমন প্রামাণিক (৩৭) ও মো. রাজন প্রামানিক (২৮) উপজেলার চচংধুপইল ইউনিয়নের মিল্কিপাড়া গ্রামের মৃত হান্নান প্রামাণিকের ছেলে। গত ৪ আগস্ট) রাত দুইটার দিকে তাদেরকে আটক করে যৌথবাহিনী।
লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত দুইটার দিকে উপজেলার মিল্কিপাড়া গ্রামে মৃত হান্নান প্রামানিকের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪২টি ইয়াবা ট্যাবলেটসহ আপন দুই ভাই রাজন ও সুমনকে আটক করেন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি আভিযানিক দল।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক কারবারিতে জড়িত। বড় ভাই সুমন প্রামাণিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। গত রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছোট ভাই রাজনসহ তাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার রুজু করে গত সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ