ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

রোহিতের অর্জনে উচ্ছ্বসিত সৌরভ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ১১:১০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ১১:১০:০০ পূর্বাহ্ন
রোহিতের অর্জনে উচ্ছ্বসিত সৌরভ
স্পোর্টস ডেস্ক
সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআইয়ের সভাপতি, সেই সময়টাতেই নাটকীয় ঘটনাপ্রবাহের পর ভারতের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন রোহিত শার্মা। অধিনায়কত্ব নিতে তিনি প্রস্তুত ছিলেন না তেমন একটা। অনেক বুঝিয়ে কিছুটা জোর করেই তাকে নেতৃত্বে এনেছিলেন সৌরভরা। সেই রোহিতের নেতৃত্বেই এখন সাত মাসের মধ্যে দুই সংস্করণের দুটি বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠল ভারত। সৌরভই তাই তৃপ্তির ছবি আঁকছেন। ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক হওয়ার আগে আইপিএলে সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন রোহিত। তার নেতৃত্বে ৫টি আইপিএল ট্রফি জয় করে মুম্বাই ইন্ডিয়ান্স (পরে সেই রেকর্ড স্পর্শ করেন মাহেন্দ্র সিং ধোনি) রোহিত মুম্বাইয়ের অধিনায়কত্ব ছিল সমার্থক। কিন্তু গত মৌসুমের আগে আচমকাই রোহিতকে সরিয়ে দেওয়া হয় মুম্বাইয়ের অধিনায়কত্ব থেকে। সেটা নিয়ে প্রকাশ্যে তেমন কোনো ক্ষোভ-অভিমানের কথা বলেননি তিনি। তবে অভিজ্ঞ এই ক্রিকেটার যে বিস্মিত অসন্তুষ্ট হয়েছেন, তা উঠে আসে ভারতীয় সংবাদমাধ্যমে। সেই রোহিতের সামনে এখন বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক হওয়ার হাতছানি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সেটিই মনে করিয়ে দিলেন সৌরভ।রোহিত শার্মার জন্য আমি খুবই খুশি। জীবনের চক্রপূরণ এভাবেই হয়। ছয় মাস আগে, সে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কও ছিল না। এখন সেই মানুষটির নেতৃত্বেই ভারত অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে খেলছে।ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন বলে বিবেচিত সৌরভ ফিরে গেলেন পেছনে, যখন তিনি ছিলেন ভারতীয় বোর্ডের প্রধান রোহিতকে দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় দলের। সেই পালাবদল নিয়ে বিতর্ক, সমালোচনা কম হয়নি ভারতীয় ক্রিকেটে। ভিরাট কোহলি আর সৌরভ গাঙ্গুলির দ্বন্দ্ব নিয়েও অনেক কথা হয়েছে, কাঠগড়ায় তোলা হয়েছে সৌরভকে।
এখন অধিনায়ক রোহিতে সাফল্যে সৌরভের ভালোগাও যেন একটু বাড়তি।দুটি বিশ্বকাপে তার নেতৃত্বে অপরাজিত থেকে ফাইনালে উঠল ভারত। তার নেতৃত্বের মান ফুটে উঠছে এতেই। আমি অবশ্য তার সাফল্যে খুব একটা বিস্মিত নই। আমি বিসিসিআই সভাপতি থাকার সময় তাকে অধিনায়ক করা হয়েছিল, যখন ভিরাট কোহলি আর দায়িত্বে থাকতে চায়নি।” “তাকে অধিনায়ক করতে অনেকটা সময় লেগেছিল, কারণ সে দায়িত্ব নিতে তৈরি ছিল না। অনেক বুঝিয়ে অনেকটা জোর করেই আমরা তাকে অধিনায়ক করেছিলাম। এখন তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি দেখে আমি খুবই খুশি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ