ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
‘ফ্যাসিবাদী’ হাসিনার অপরাধে বঙ্গবন্ধু হত্যা জায়েজ করা যায় না-বাংলাদেশ জাসদ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট পরিকল্পিত অস্থিরতা শিক্ষা প্রশাসনে শর্তের লড়াইয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে নেত্রকোণায় ছাদ ধসে তিন শ্রমিক নিহত, আহত দুই নতুনরূপে সেজেছে উত্তরার মুগ্ধ মঞ্চ রাজবাড়ীতে বাড়ছে নদ-নদীর পানি, শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ তিস্তার পানি বিপদসীমার ওপরে ২০ হাজার মানুষ পানিবন্দি চাঁপাইনবাবগঞ্জে ৪১ বিদ্যালয়ে পাঠদান ব্যাহত মুজিবনগরে মহিলাসহ মোট ৪ জনকে বিএসএফর পুশইন গৌরনদী বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবির যৌথ অভিযানে অবৈধ ভারতীয় ব্লেজারের কাপড় আটক মাদারীপুরে চুরি-ডাকাতি-ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ গ্রামবাসী পাইকগাছায় কপোতাক্ষের বাঁধে ধস আতঙ্কে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বাঙ্গরায় মেয়াদ উত্তীর্ণ স্পিরিট পানে ২ জনের মৃত্যু সুনামগঞ্জে পাথরবাহী স্টিলের নৌকাসহ গ্রেফতার ২ পঞ্চগড়ে ঘাগড়া সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে পুশইন মেহেরপুর কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই : এক আসামি কারাগারে

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০১:১৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০১:১৪:৪৬ পূর্বাহ্ন
ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই : এক আসামি কারাগারে
রাজধানীর মতিঝিলে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রবিউল ইসলাম জুয়েলকে (৪২) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সামবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। গতকাল  আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক কাজী শাহনেওয়াজ। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য আজঁ মঙ্গলবার দিন ধার্য করেন। গ্রেফতার অন্য ব্যক্তিরা হলো– মো. শামিম রহমান (২৯), মো. মিজান রহমান (৫১)। আসামিদের কাছ থেকে ছিনতাইয়কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ নগদ ৮৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।গত ২৭ থেকে ২৯ জুন ঢাকা ও ঝালকাঠিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মতিঝিল থানা-পুলিশ।
জানা গেছে, গত ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুর থেকে স্কুটিতে নগদ ৩০ লাখ টাকা নিয়ে মতিঝিল সিটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মো. খলিল মিয়া (২৬) ও ইব্রাহীম হোসেন রিফাত (২৪)। বেলা পৌনে ১টার দিকে তারা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ছয়-সাত জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডিবি লেখা একটি মাইক্রোবাসে তাদের জোর করে তুলে নেয়। পরে খলিল ও রিফাতকে মারধর ও অস্ত্রেরমুখে টাকা ছিনিয়ে নেওয়া হয়। হাত-পা বেঁধে তাদের সাইনবোর্ড এলাকার একটি ময়লার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুল ইসলাম মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তকারী পুলিশের অভিযানে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার শামিমের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাস, মিজানের কাছ থেকে ৮০ হাজার টাকা এবং জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা জব্দ করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স