ঢাকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ , ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রিচার্লিসনের জোড়া গোলে জয় দিয়ে মৌসুম শুরু হলো টটেনহ্যামের জয়ে দিয়ে মৌসুম শুরু করলো বার্সেলোনা প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলো সিটি যে কারণে এশিয়া কাপ থেকে বাদ পড়লেন বাবর এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা দিলো পাকিস্তান ক্রিকেটের দুর্নীতি রোধে আজ ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল পাওয়ার হিটিং নিয়ে যা জানালেন ফাহিম ব্যাটে-বলে ব্যর্থতা অব্যাহত রাখলেন সাকিব প্রথমবার মিস ইউনিভার্সের মঞ্চে ফিলিস্তিনি তরুণী সিনেমা মুক্তির আগেই সমালোচনার মুখে জাহ্নবী বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় তৃতীয় হলেন হানিয়া গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইল জুড়ে বিক্ষোভ পাকিস্তানে বন্যায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ সার্বিয়ায় সরকার বিরোধী আন্দোলনÑ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষ আহত নতুন রাজনৈতিক দলগুলোর হালচাল বিমান সচিবের বিরুদ্ধে টিকিট সিন্ডিকেটকে সহযোগিতার অভিযোগ নির্বাচনে আ’লীগের অংশগ্রহণের সমাধান আইনি প্রক্রিয়ায়— বদিউল আলম পোশাক খাতে নতুন সম্ভাবনা চাঁদাবাজকে দেশে থাকতে দেবো না— স্বরাষ্ট্র উপদেষ্টা

চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৯:০৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৯:০৩:৩৩ অপরাহ্ন
চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির দীর্ঘ অধ্যায় শেষ করে নতুন চ্যালেঞ্জের পথে পা রাখলেন স্প্যানিশ গোলকিপার কেপা আরিজাবালাগা। গত মঙ্গলবার এক বিবৃতিতে কেপাকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আর্সেনাল। তিন বছরের চুক্তিতে ৩০ বছর বয়সী এই গোলরক্ষককে দলে ভিড়িয়েছে লন্ডনের ক্লাবটি।
২০১৮ সালে শৈশবের ক্লাব আথলেতিক বিলবাও থেকে চেলসিতে নাম লেখানোর সময় ৭ কোটি ১০ লাখ পাউন্ড ট্রান্সফার ফি দিয়ে ইতিহাসের সবচেয়ে দামি গোলকিপার হয়েছিলেন কেপা। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ণ রয়েছে। তবে আর্সেনাল এবার তাঁকে কিনেছে ৫ কোটি পাউন্ডে।
চেলসির জার্সিতে পাঁচ মৌসুমে কেপা মাঠে নেমেছেন ১৬৩ ম্যাচে। ক্লাবটির হয়ে ইউরোপা লিগ (২০১৯), চ্যাম্পিয়ন্স লিগ (২০২১) এবং ক্লাব বিশ্বকাপ (২০২২) জিতেছেন তিনি। যদিও গত দুই মৌসুম চেলসির হয়ে খেলা হয়নি তাঁর। এক মৌসুম ধারে খেলেছেন রিয়াল মাদ্রিদে, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপার স্বাদ পেয়েছেন। আরেক মৌসুম কাটিয়েছেন বোর্নমাউথে।
এখন আর্সেনালে যোগ দিলেও, শুরুর একাদশে জায়গা করে নিতে সহজ হবে না কেপার জন্য। আর্সেনালের গোলপোস্টের নিচে গত দুই মৌসুমে নজরকাড়া পারফরম্যান্স করেছেন আরেক স্প্যানিশ গোলকিপার দাভিদ রায়া। তাই আর্সেনালে ১৩ নম্বর জার্সি গায়ে কেপাকে লড়তে হবে নিজের জায়গা নিশ্চিত করতে।
তবে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা স্পষ্ট করেছেন, কেবল একজন গোলকিপারের উপর নির্ভর করতে চান না তিনি। মৌসুমজুড়ে একাধিক প্রতিযোগিতার কথা মাথায় রেখে স্কোয়াডের গভীরতা বাড়ানোই তাঁর মূল লক্ষ্য। কেপাকে দলে নেওয়া সেই লক্ষ্যেই একটি বড় পদক্ষেপ বলে মনে করেন তিনি।
আর্সেনালে নতুন চুক্তি কেপার কাছে নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের শুরু। একদিকে অতীতের সাফল্য, অন্যদিকে নতুন দলে কঠিন প্রতিযোগিতা-সবকিছু মিলিয়ে কেপার জন্য এটি হতে যাচ্ছে নতুন চ্যালেঞ্জের পরীক্ষা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স