ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতা ফেরাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল, কোয়ার্টারে বরুশিয়ার মুখোমুখি যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না-অর্থ উপদেষ্টা শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো তোমরা শান্তি পাবে না শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কট, নিরসনের উদ্যোগ ময়মনসিংহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ লুটপাট-অগ্নিসংযোগ

চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৯:০৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৯:০৩:৩৩ অপরাহ্ন
চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির দীর্ঘ অধ্যায় শেষ করে নতুন চ্যালেঞ্জের পথে পা রাখলেন স্প্যানিশ গোলকিপার কেপা আরিজাবালাগা। গত মঙ্গলবার এক বিবৃতিতে কেপাকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আর্সেনাল। তিন বছরের চুক্তিতে ৩০ বছর বয়সী এই গোলরক্ষককে দলে ভিড়িয়েছে লন্ডনের ক্লাবটি।
২০১৮ সালে শৈশবের ক্লাব আথলেতিক বিলবাও থেকে চেলসিতে নাম লেখানোর সময় ৭ কোটি ১০ লাখ পাউন্ড ট্রান্সফার ফি দিয়ে ইতিহাসের সবচেয়ে দামি গোলকিপার হয়েছিলেন কেপা। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ণ রয়েছে। তবে আর্সেনাল এবার তাঁকে কিনেছে ৫ কোটি পাউন্ডে।
চেলসির জার্সিতে পাঁচ মৌসুমে কেপা মাঠে নেমেছেন ১৬৩ ম্যাচে। ক্লাবটির হয়ে ইউরোপা লিগ (২০১৯), চ্যাম্পিয়ন্স লিগ (২০২১) এবং ক্লাব বিশ্বকাপ (২০২২) জিতেছেন তিনি। যদিও গত দুই মৌসুম চেলসির হয়ে খেলা হয়নি তাঁর। এক মৌসুম ধারে খেলেছেন রিয়াল মাদ্রিদে, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপার স্বাদ পেয়েছেন। আরেক মৌসুম কাটিয়েছেন বোর্নমাউথে।
এখন আর্সেনালে যোগ দিলেও, শুরুর একাদশে জায়গা করে নিতে সহজ হবে না কেপার জন্য। আর্সেনালের গোলপোস্টের নিচে গত দুই মৌসুমে নজরকাড়া পারফরম্যান্স করেছেন আরেক স্প্যানিশ গোলকিপার দাভিদ রায়া। তাই আর্সেনালে ১৩ নম্বর জার্সি গায়ে কেপাকে লড়তে হবে নিজের জায়গা নিশ্চিত করতে।
তবে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা স্পষ্ট করেছেন, কেবল একজন গোলকিপারের উপর নির্ভর করতে চান না তিনি। মৌসুমজুড়ে একাধিক প্রতিযোগিতার কথা মাথায় রেখে স্কোয়াডের গভীরতা বাড়ানোই তাঁর মূল লক্ষ্য। কেপাকে দলে নেওয়া সেই লক্ষ্যেই একটি বড় পদক্ষেপ বলে মনে করেন তিনি।
আর্সেনালে নতুন চুক্তি কেপার কাছে নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের শুরু। একদিকে অতীতের সাফল্য, অন্যদিকে নতুন দলে কঠিন প্রতিযোগিতা-সবকিছু মিলিয়ে কেপার জন্য এটি হতে যাচ্ছে নতুন চ্যালেঞ্জের পরীক্ষা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ