ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে আনার পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা ৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা কাকরাইলে পুলিশের বাধার পর শহীদ মিনারে বিডিআর সদস্যরা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ চুন্নু আউট, জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ১৫ শতাংশ ভোট পেতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ’লীগ : সানেমের জরিপ ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড কোনোকিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন-আলী রীয়াজ উপজেলায় অধস্তন আদালত সম্প্রসারণে নীতিগত একমত রাজনৈতিক দলগুলো জামায়াত কখনো নির্বাচন পেছানো বা আগানোর কথা বলেনি-গোলাম পরওয়ার সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের ব্যাংক পরিচালনা পর্ষদে ৫০ শতাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগ হতে হবে-গভর্নর আ’লীগ ছাড়া অন্য দলগুলোকে আয় ব্যয়ের হিসাব দিতে বললো ইসি গণঅভ্যুত্থানের ভুয়া মামলা বাণিজ্য গণপিটুনিতে থামছে না হত্যাকাণ্ড ওয়ালটনের প্যাসেঞ্জার কার ব্যাটারি গ্রাভিটন উদ্বোধন করলেন কন্ঠশিল্পী তাহসান জুলুমের প্রতিবাদ করায় যাত্রী ফারুক এর উপর বাস স্টাফদের হামলা পুষ্টি কর্মসূচি শিশুস্বাস্থ্যে পরিবর্তন আনতে পারে যশোরে ১১ আ’লীগ নেতার আদালতে আত্মসমর্পণ ময়মনসিংহে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

জুলুমের প্রতিবাদ করায় যাত্রী ফারুক এর উপর বাস স্টাফদের হামলা

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০১:০১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০১:০১:২৮ অপরাহ্ন
জুলুমের প্রতিবাদ করায় যাত্রী ফারুক এর উপর বাস স্টাফদের হামলা
নুরুজ্জামান শেখ, শরীয়তপুর শরীয়তপুর সুপার সার্ভিস বাস স্টপদের বৃদ্ধ যাত্রীর উপর জুলুম অত্যাচারের প্রতিবাদ করায় ওই একই বাস যাত্রী ফারুক তালুকদার(২৮) এর উপর ওই বাসের স্টাফসহ অজ্ঞাত দুই থেকে তিনজন সন্ত্রাসী হামলা করে। গত শুক্রবার শরীযতপুর নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আহত ফারুক তালুকদার(২৮) গণমাধ্যমকে বলেন, আমি গত ৪ জুলাই ২০২৫ সকাল সাতটার সময় ঢাকা কদমতলী বাস স্ট্যান্ড থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে শরীয়তপুর সুপার সার্ভিস যাহার রেজিঃ নং ৯২৪৮ টিকিট কেটে উঠে বসি। সময়মত বাস ছাড়তে দেরি করায় ওই বাসের এক বৃদ্ধ যাত্রীর সাথে ওই বাসস্টাফদের কথার কাটাকাটি হয়। ঢাকা কদমতলী থেকে শরীয়তপুর সুপার সার্ভিস শরীয়তপুর নতুন বাস স্ট্যান্ডে আসলে ওই বাসের চালকের হুকুমে হেল্পার কন্টাকটার সহ অজ্ঞাত আরো দুই থেকে তিনজন বাস যাত্রী বৃদ্ধকে মারধর করে। তখন তাদের হাত থেকে বৃদ্ধ লোককে ছাড়াতে গেলে চালকসহ ক›্ডাকটর হেলপার অজ্ঞাত আর দুই থেকে তিনজন আমার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে। ওই বাসের চালক লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে এবং তার সাথে থাকা বাস স্টপরা দেশীয় লাঠি সোটা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করে এবং রক্তাক্ত নীলা-ফুলা জখম করে।আমার প্যান্টের বাম পকেটে রাখা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাসস্টাফদের মারপিটের কারণে অচেতন হয়ে পড়িলে আমাকে কে বা কাহারা শরীয়তপুর সদর হাসপাতালে জরুরী বিভাগে রেখে পালিয়ে যায়।আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি। আমি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছি। পালং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ফারুক তালুকদারকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে ফারুকের বাবা মনির হোসেন তালুকদার বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ