ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৯:৫৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৯:৫৪:২২ অপরাহ্ন
বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা
লক্ষ্যটা খুব বড় নয়। মাত্র ১৫৫ রানের। শ্রীলঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও কুশল পেরেরার মারকুটে ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নিলো শ্রীলঙ্কা। ১ ওভার হাতে রেখেই বাংলাদেশকে হারালো ৭ উইকেটের বড় ব্যবধানে। পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কেন বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা, তার প্রমাণ দিলো ম্যাচ জিতে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। জবাবে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথমে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ২ ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে ১-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। এরপর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। এবার লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ শুরু করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটিতে হারলো টাইগাররা। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার ডাম্বুলায় এবং আগামী বুধবার কলম্বোয়। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই লঙ্কান ওপেনার। ৪.৪ ওভারে (২৮ বল) ৭৮ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ১৬ বলে ৪২ রান করে মিরাজের বলে আউট হন নিশাঙ্কা। কুশল মেন্ডিস খেলেন ৫১ বলে ৭৩ রানের ইনিংস। ১২০ রানের মাথায় তিনি আউট হন সাইফউদ্দিনের বলে। কুশল পেরেরা ২৫ বলে খেলেন ২৪ রানের ইনিংস। তাকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন রিশাদ হোসেন। জয়ের জন্য লঙ্কানদের বাকি কাজটা সেরে দেন আভিষ্কা ফার্নান্দো (১১) ও চারিথ আশালঙ্কা (৮)। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। সর্বোচ্চ ৩৮ রান করেন পারভেজ হোসেন ইমন। ৩২ রান করেন মোহাম্মদ নাঈম (নাঈম শেখ)। ২৯ রান করেন মেহেদী হাসান মিরাজ। ১৬ রান আসে তানজিদ তামিমের ব্যাট থেকে। ১৪ রান করেন শামীম পাটোয়ারী।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স