ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:০৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:০৪:০৬ পূর্বাহ্ন
কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট
রাঙামাটি প্রতিনিধি
পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট একযোগে চালু থাকায় বর্তমানে উৎপাদন হচ্ছে ২১৮ মেগাওয়াট। গতকাল বৃহস্পতিবার কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাঁচটি ইউনিটের মধ্যে ১, ২ ও ৩ নম্বর ইউনিট থেকে উৎপাদন হচ্ছে ইউনিটপ্রতি ৪৬ মেগাওয়াট করে মোট ১৩৮ মেগাওয়াট। আর ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট। এর আগে গত ১১ জুলাই হ্রদের পানির স্তর বাড়ায় পাওয়ায় বিদ্যুৎকেন্দ্রের সবগুলো ইউনিট একযোগে চালু করা হয়। কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে প্রতি ঘণ্টায় কাপ্তাই হ্রদের পানির পরিমাণ বাড়ছে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর রয়েছে ৯০ দশমিক ৬৭ ফুট মিন সি লেভেল (এমএসএল)। রুল কার্ভ অনুযায়ী এই সময়ে হ্রদের পানির স্তর থাকার কথা ৮৫ দশমিক ০৮ ফুট এমএসএল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট এমএসএল। ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পন্ন কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে পাঁচটি ইউনিট রয়েছে। পানি স্বল্পতার কারণে এতদিন একসঙ্গে সব ইউনিট চালু করা সম্ভব হয়নি। চলতি বছরের ২ জুন থেকে কেন্দ্রটির চারটি ইউনিট চালু থাকলেও, গত ১১ জুলাই রাত ৮টায় একযোগে চালু করা হয় সব পাঁচটি ইউনিট। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য