ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে : বিমান বাহিনী প্রধান বাচ্চাদের কষ্ট দেখে ঘরে থাকতে পারিনি রক্ত দিতে এসেছি বার্ন ইনস্টিটিউটের সামনে গলা কাটছে ফার্মেসি সিন্ডিকেট বিধ্বস্ত ভবনে ছুটির পোড়া চিঠি দেখে কাঁদছেন অভিভাবকরা উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জন জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন, প্রশ্ন গয়েশ্বরের একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ মাইলস্টোনে অনভিপ্রেত ঘটনা নিয়ে তদন্ত শুরু : আইএসপিআর গাড়ির অভাবে কমে গেছে পুলিশি টহল সচিবালয় এলাকায় রণক্ষেত্র এককালীন পাবে ৩০ লাখ, মাসিক ভাতা ২০ হাজার টাকা- মুক্তিযুদ্ধ উপদেষ্টা ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত ধর্ষণের প্রতিবেদন না দেয়ায় এসপিকে তলব কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২ পঞ্চগড়ে ২৮ ভুয়া মামলা নিষ্পত্তি, মুক্তি পেলেন ৩ হাজার আসামি বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সন্তানকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ হারালো মা বয়লার পরিদর্শকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ডেমরায় জনগণের বাধায় বন্ধ করা হলো ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণ কাজ আ’লীগের বহিষ্কৃত নেতা মোবারকের আপিলের রায় ৩০ জুলাই

কুষ্টিয়ায় ১৩২ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০১:০৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০১:০৩:০৩ অপরাহ্ন
কুষ্টিয়ায় ১৩২ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া ৪৭ বিজিবি’র অভিযানে এক বছওে একশ’ ৩১ কোটি ৯৩ লাখ টাকা মুল্যের মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে। বিষয়টি জানিয়েছেন বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মোর্শেদ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিজিবি ৪৭ ব্যাটালিয়নের আয়োজনে মিডিয়া ব্রিফিং এ তথ্য জানানো হয়। মিডিয়া ব্রিফিং এ বক্তব্য রাখেন লে. কর্নেল মাহবুব মোর্শেদ। তিনি বলেন, গত এক বছরে বিজিবি ৪৭ ব্যাটালিয়েনর অভিযানে পাঁচজন স্বর্ণ পাচারকারীসহ ৫ দশমিক ৩২১ কেজি সোনা, সাতজন আসামিসহ ছয়টি বিদেশি পিস্তল, তিনটি সিঙ্গেল সুটার পিস্তল, দুটি সিঙ্গেল শর্টগান, দুটি বিদেশি পিস্তল, একটি দেশি পাইপগান, নয়টি ম্যাগজিন, ৩২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এছাড়া, এক বছরে ৯৩ জন চোরাকারবারীসহ নয় হাজার তিনশ’ ৭০ বোতল বিদেশি মদ, ৬৪ বোতল দেশি মদ, ১৫ হাজার চারশ’ ৩৩ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ৮০৫ কেজি গাঁজা, ৪৭ হাজার সাতশ’ ৬৮ পিস ইয়াবা, ২৬ দশমিক ৪৩ কেজি হেরোইন, এক লাখ ৫০ হাজার আটশ’ ৩৬ পিস যৌন উত্তেজন ট্যাবলেট, ৯৮ বোতল এলএসডি, ২১ দশমিক ৩২ কেজি কোকেন এবং চার কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করা হয়েছে। যার বাজার মুল্য প্রায় ১২০ কেটি ৯৬ লাখ টাকা। একইসঙ্গে ৪৭ বিজিবির যৌথ টাস্ক ফোর্স অভিযানে তিন হাজার পিস ইয়াবা, ১৭ হাজার চারশ’ ৮০ প্যাকেট অবৈধ বিড়ি-সিগারেট, এক হাজার পাঁচশ’ ৪৪ পিস অবৈধ কসমেটিস সামগ্রী, দুই হাজার আটশ’ ৮০ কেজি ভারতীয় বেহুন্দী ও দোয়ারী জাল, ৩৮ হাজার একশ’ ৪৪ কেজি চায়না জাল, ৩০ হাজার নয়শ’ ৭০ কেজি কারেন্ট জাল, দুটি অবৈধ জাল তৈরির মেশিন উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ১০ কোটি ৯৭ লাখ টাকা। মিডিয়া ব্রিফিং এ লে. কর্নেল মাহবুব মোর্শেদ আরো জানান, গত ৩১ মে এবং ২৬ জুন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ১৭জন বাংলাদেশিকে পুশইন করলেও পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে আর কোন পুশইন ঘটেনি। অধিনায়ক আরো জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার করার ফলে ঈদ উল আযহায় কোন গরু পাচার হয়নি। এছাড়া মাদক পাচারে সংশ্লিষ্ট কয়েকজনকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য বিজিবির উদ্যোগে মুলধনসহ দোকান করে দেওয়া হয়েছে। মাদক পাচার ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। ব্রিফিং এ তিনি নদী ও পরিবেশ রক্ষায় জেলেদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশিয় জলজ পরিবেশবান্ধব জাল এবং মাছ ধরার সরঞ্জাম ব্যবহারের আহবান জানান। ব্রিফিং এর আগে গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জন

উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জন